Suvendu Adhikari : 'কার্বলিক অ্যাসিড ঢালার পর সাপগুলো বেরিয়ে পড়েছে', কোন প্রসঙ্গে আক্রমণে শুভেন্দু
ABP Ananda LIVE: SIR নিয়ে 'কার্বলিক অ্যাসিড' কটাক্ষ শুভেন্দু অধিকারীর। 'গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে কমিশন। কার্বলিক অ্যাসিড ঢালার পর সাপগুলো বেরিয়ে পড়েছে। প্রায় ২০%-২৫% বাংলাদেশি মুসলিম রাজ্য ছেড়ে পালিয়েছে। 8 তারিখের আগে বাংলাদেশিরা পালাও, হুঙ্কার শুভেন্দু অধিকারীর
'BLO তৃণমূলের দলের হয়ে মিছিলে যান, ফেসবুকে লাইভ করেন' !
১৬৬ নম্বর BLO ষষ্ঠী কোড়া বর্ধমান পুরসভার কর্মী। '১৬৬ নম্বর বুথের BLO ষষ্ঠী কোড়া তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ ও সক্রিয় তৃণমূল কর্মী। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ BLO ষষ্ঠী কোড়া। BLO তৃণমূলের দলের হয়ে মিছিলে যান, ফেসবুকে লাইভ করেন', BLO-কে সরানোর দাবিতে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির । সব BLO-ই কোনও না কোনও রাজনৈতিক দলের সমর্থক, দাবি তৃণমূল বিধায়কের। কমিশন কাজ দিয়েছে, নির্দেশ মেনেই কাজ করবেন, দাবি BLO-র।