Suvendu Adhikari:বাবুসোনা ও তাঁর পিসি কোথায় পালিয়েছেন? : শুভেন্দু
হাজরার সভা থেকে নাম না করে অভিষেককে নিশানা শুভেন্দুর। 'আমি আজ হাজরায়, আপনি কোথায় পালিয়েছেন?'কাঁথিতে তো আমার বাড়ির কাছে পকেটে হাত দিয়ে অনেক কথা বলেছিলেন। বিজেপির সভার পর কাল এখানে তৃণমূল সভা করবে, ইয়ে ডর আচ্ছা লাগা। পুলিশ আছে বলে আপনারা আছেন। সংসদে নতুন বিল এলে আইপিএসদের নিয়ন্ত্রণ করবে কেন্দ্রের সরকার। ওয়ান নেশন ওয়ান পুলিশ যখন হবে, তখন কোথায় যাবেন? হাজরার সভা থেকে ফের পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য, যেখানে পুলিশ পার্টির ক্যাডার'
Tags :
Bangla News Bangla News Live Bjp ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live ABP Ananda Bengali News Suvendu Adikari