Suvendu Adhikari: কেন্দ্রীয় পুলিশকে বসিয়ে রেখে রাজ্য পুলিশ দিয়ে ভোটের নামে প্রহসন হয়েছে: শুভেন্দু অধিকারী

Continues below advertisement

১৪৪ ধারা জারির নির্দেশ খারিজ, হাইকোর্টের অনুমতিতে শুভেন্দুর সভা । 'আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার লড়াই চলবে' । খেজুরির সভা থেকে লোকসভায় সব বুথ ফাঁকা করার হুঙ্কার শুভেন্দুর
চোর ধরো, জেল ভরো স্লোগান তুলে তৃণমূলকে চ্যালেঞ্জ শুভেন্দুর । 'পুলিশ বিভিন্ন সময়ে একের পর এক মিথ্যে মামলায় হয়রানি করছে' । 'বিজেপি কর্মীদের অসম লড়াইকে কৃতজ্ঞতা জানাই' । 'কেজি দরে যাদের কেনা হচ্ছে, কোনও লাভ হবে না' । 'বিক্রি হয়ে যাওয়া ২ বিজেপি কর্মীকে বাদ দিয়েই পঞ্চায়েত সমিতি গঠন হবে' । পদ্মফুলের প্রতীকে সব কর্মাধ্যক্ষ মনোনীত হবে, দাবি শুভেন্দু অধিকারীর । 'টাকা দিয়ে দল ভাঙিয়েও কোনও লাভ করতে পারবে না তৃণমূল' । 'বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে অনেকের মৃত্যু হয়েছে'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram