Bhupatinagar: মুখ্যমন্ত্রীর লাগাতার উস্কানির জেরেই TMC নেতারা NIA-র ওপর হামলার সাহস পেয়েছে:শুভেন্দু
Continues below advertisement
ABP Ananda LIVE: ভূপতিনগরে (Bhupati Nagar)এনআইএ-র ওপরে হামলা, কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার (central agency)আধিকারিকদের ওপর হামলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(suvendu adhikari)। মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার উস্কানির জেরেই তৃণমূল নেতারা NIA-র ওপর হামলার সাহস পেয়েছে।
Continues below advertisement