
Suvendu Adhikari: 'মমতা হিন্দু বাঙালি ভোটারদের নাম কাটতে চান', আক্রমণ শুভেন্দুর
ABP Ananda Live: 'মমতা হিন্দু বাঙালি ভোটারদের নাম কাটতে চান', আক্রমণ শুভেন্দুর। 'কেন্দ্রের টাকা সরাসরি দেওয়ার দাবি করব। রাহয় সরকার একাধিক প্রকল্পের নাম বদল করেছে', নিশানা শুভেন্দুর।
চাপড়ায় তৃণমূলের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মঞ্চে উর্দিধারী পুলিশ!
চাপড়ায় তৃণমূলের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মঞ্চে উর্দিধারী পুলিশ! চাপড়া থানার আইসির গলায় তৃণমূলের উত্তরীয়! পুলিশকে পাশে বসিয়েই বিজেপি হঠানোর ডাক তৃণমূল নেতার। সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে সাদা পোশাকে উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়। পরে সেই কর্মসূচিতেই পুলিশের উর্দি পরেই মঞ্চে চাপড়া থানার বড় আন্দুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৃজিব সিন্হাও! পুলিশ তৃণমূলের দলদাস ফের একবার প্রমাণিত, আক্রমণ বিরোধীদের। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতেই পারে পুলিশ, সাফাই তৃণমূল কংগ্রেসের