Suvendu Adhikari : হিন্দুরা যাতে যন্ত্রণার কথা মুখ্যমন্ত্রীকে বলতে না পারে, তার চেষ্টা চলেছে :শুভেন্দু
ABP Ananda LIVE : 'ধুলিয়ান, সামশেরগঞ্জে শাটারের তলায় লুকিয়েছিল পুলিশ'। 'হিন্দুরা যাতে যন্ত্রণার কথা মুখ্যমন্ত্রীকে বলতে না পারে, তার চেষ্টা চলেছে'। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে অভিযোগ শুভেন্দু অধিকারীর । মুখ্যমন্ত্রীর যাত্রাপথে হিন্দুদের গ্রামে ব্যারিকেড তৈরির অভিযোগ।
মুর্শিদাবাদের সংঘর্ষে মৃতের পরিবারের লোকজনের উপর পুলিশি হয়রানির অভিযোগ
মুর্শিদাবাদের সংঘর্ষে মৃতের পরিবারের লোকজনের উপর পুলিশি হয়রানির অভিযোগ। সল্টলেকে যেখানে তারা আশ্রয় নিয়েছিল সেখানে সকাল থেকেই পুলিশ এসে চড়াও হয় বলে দাবি বিজেপির। গতকাল থেকে বিজে ব্লকের একটি বাড়িতে আশ্রয় নেই মৃত হরো গোবিন্দ দাসের পরিবারের লোকজন। অভিযোগ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ করে পরিবারের অন্য এক সদস্য। সেই অভিযোগের ভিত্তিতে এদিন তদন্তের আসে পুলিশ। দুই নাবালক সহ এখানে আশ্রয় নেওয়া মোট 7 জনের পরিচয় এবং বয়ান রেকর্ড করে তদন্তকারীরা।