Mamata Banerjee: বিজেপির সঙ্গে ধর্মযুদ্ধের মধ্যেই ৯ বছর পরে ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী
Continues below advertisement
ABP Ananda Live: বিজেপির সঙ্গে ধর্মযুদ্ধের মধ্যেই ৯ বছর পরে ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী। ভোটের আগে মনে পড়েছে বলে কটাক্ষ শুভেন্দুর। মন্দিরে গেলে তো কেউ বলে না? জবাব মমতার। ভাঙড়ের আইএসএফ বিধায়কের সঙ্গে বৈঠকের পরেই ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী। তৃণমূলের বি টিম বলে আক্রমণে শুভেন্দু। তাহলে এটিম কোনটা? পাল্টা নৌশাদ। ছাব্বিশের ভোটে ধর্মই অস্ত্র? হিন্দুদের এককাট্টা করার দাবিতে বিজেপির ফ্লেক্সের পাল্টা মিছিলে তৃণমূল। দিঘায় মন্দিরের পাল্টা মসজিদ চাইলেন তহ্বা সিদ্দিকি। ছাব্বিশের ভোটের আগে বঙ্গে বিজেপির সংখ্যালঘু তাস! তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবিতে সংসদে সরব শমীক। কলকাতায় ফেরানোর দাবি তোলায় বিজেপি সাংসদকে ধন্যবাদ নির্বাসিত বাংলাদেশি লেখিকার। ১ পাতার শোকজে জাতপাতের ব্যাপার বলে ২ পাতার জবাব। অনড় হুমায়ুনকে পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটির তলব।
Continues below advertisement
JOIN US ON
Continues below advertisement