Suvendu Adhikari : সন্দেশখালিতেই লুকিয়ে শেখ শাহজাহান ? কীসের ইঙ্গিত শুভেন্দুর ?
সন্দেশখালিতেই লুকিয়ে রয়েছেন শেখ শাহজাহান? রয়েছেন তৃণমূলের আশ্রয়েই? ফের একবার এমনই ইঙ্গিত শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। শুক্রবার, হিঙ্গলগঞ্জে সভা করেন বিরোধী দলনেতা। সভা থেকে দুর্নীতি ইস্য়ুতে তৃণমূলকে আক্রমণ শানান তিনি। পাল্টা এদিন, ১০০ দিনের কাজে বঞ্চনার অভিযোগ তুলে সন্দেশখালিতে সভা করল তৃণমূল।