Suvendu Adhikari: 'বাংলা থেকে ভুয়ো ভাইপোর রাজ শেষ করতে হবে' হুঙ্কার শুভেন্দুর | ABP Ananda LIVE
Suvendu Adhikari: আগে নির্বাচন (Election) হত পরিবারবাদকে মাথায় রেখে'। 'এরাজ্যে পরিবারবাদ আর তোষণের রাজনীতি চলে'।' এই বীরভূম (Birbhum) জেলাকে দুর্বৃত্তদের হাতে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়' (Mamata Banerjee)।' যাঁরা ভাবছেন বিজেপি কর্মীদের লাঞ্ছনা করবেন তাঁদের অবস্থা অনুব্রতর মতো হবে'।' বাংলা থেকে ভুয়ো ভাইপোর রাজ শেষ করতে হবে'।