Egra: এগরার খাদিকুলে শুভেন্দু অধিকারী, ২৫ হাজার লোক নিয়ে মহামিছিলের ঘোষণা

Continues below advertisement

এগরার খাদিকুলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কথা বললেন স্বজনহারা ও আহতদের পরিবারের সঙ্গে 'এগরায় ২৫ হাজার লোক নিয়ে মহামিছিল হবে' 'এনআইএ তদন্ত হবে, পুলিশের ভূমিকা সামনে চলে আসবে' 'পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতে মহামিছিল হবে' 'সিভিক ভলান্টিয়ারদের তোলা তুলতে ব্যবহার করা হয়' 'পশ্চিমবঙ্গ জ্বলছে, বগটুই থেকে শুরু হয়েছে' 'মমতা বন্দ্যোপাধ্য়ায়কে না সরালে বাংলার পরিত্রাণ নেই' 'ভানু বাগের বাড়ি পাহারা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ' প্রমাণ লোপাট ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি

এগরার খাদিকুল গ্রামে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার সিমলাপালে সভা করতে যাওয়ার পথে এগরা যাবেন বলে আগেই জানিয়েছিলেন তিনি। গ্রামে গিয়ে স্বজনহারা এবং আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। এনআইএ তদন্ত হলে আসল অপরাধী ধরা পড়বে। গ্রামে গিয়ে জানালেন শুভেন্দু। এগরায় ২৫ হাজার লোক নিয়ে মহামিছিল হবে বলে ঘোষণা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram