Suventdu Adhikari : 'ওদের মুখোশ খোলার সভা করব..', সন্দেশখালিকাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর
আগামী ২৬ তারিখ সোমবার ফের জেলিয়াখালিতে আমি আসব, বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যেভাবে সন্দেশখালিতে মায়েদের ইজ্জত লুঠ করা হয়েছে, একসপ্তাহ পরে ওদের মুখোশ খোলার সভা করব, তোপ দাগলেন বিরোধী দলনেতা।