Suvendu Adhikari: 'আপনারা জেগে উঠুন, এটা অস্তিত্ব রক্ষার লড়াই', মন্তব্য বিরোধী দলনেতার
ABP Ananda Live: 'বারুইপুরে আমার গাড়ি ভেঙেছে জেহাদিরা'। আপনারা জেগে উঠুন, এটা অস্তিত্ব রক্ষার লড়াই'। 'এটা আমাদের বাঁচার লড়াই, সবাইকে একজোট হতে হবে', মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ।রামনবমী নিয়ে ফের হুঙ্কার বিজেপির।
ফের লাইনচ্যুত এক্সপ্রেস। আবারও ওড়িশা। বেলাইন বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস। মৃত ১, আহত ৭, মৃত্যু বাঙালি রেলযাত্রীর। মৃত আলিপুরদুয়ারের বাসিন্দা শুভঙ্কর রায়
সূত্রের খবর, কটক ছাড়ার পর লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেসের ১টি বগি। লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস। চৌদ্বার এলাকার মাঙ্গুলির যাত্রীবাহী স্টপের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।বার বার কেন বেলাইন ট্রেন? ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা। সংবাদ সংস্থা আইএএনএস- প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।