Suvendu Adhikari: 'উপনির্বাচনের প্রচারে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার তৃণমূলের', অভিযোগ শুভেন্দুর।

Continues below advertisement

Bankura News: 'তালডাংরায় উপনির্বাচনের প্রচারে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার তৃণমূলের'।  এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'সিভিক ভলান্টিয়ার প্রচার করছেন, এমন কোনও তথ্য পাইনি'।  ঘটনার রিপোর্ট চেয়েছি, জানালেন বাঁকুড়ার এসপি বৈভব তিওয়ারি।  

 

 

রাজ্যে ফের ডেঙ্গি-উদ্বেগ (Dengue)। উৎসবের মরশুমের শেষ লগ্নে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ৪ নভেম্বর পর্যন্ত মোট আক্রান্ত বেড়ে ছাড়িয়েছে ২০ হাজারের গণ্ডি। আর তাতে শঙ্কায় রাজ্যবাসী। পুজো মিটতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে ডেঙ্গির প্রকোপ। ফলে বাড়ছে চিন্তা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত সোমবার অর্থাৎ ৪ নভেম্বর পর্যন্ত ২৩২২৭ জন। সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গি পজিটিভ রিপোর্ট ১৮১৩৩ জনের। বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গি পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ ৫০৯৪ জনের। এদিকে ডেঙ্গিতে মৃত্য়ু হয়েছে কালকাতার এক যুবকের। মৃত বিট্টু সিংহ কলাকাতার জোড়াবাগানের বাসিন্দা। ৮ নভেম্বর জ্বর সমেত তাঁকে ভর্তি করা হয় আর জি কর মেডিক্য়ালে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram