Suvendu Adhikari: হত্যার চেষ্টার চক্রান্তে উদয়ন গুহ: বিরোধী দলনেতা

ABP Ananda LIVE: প্রত্য়ক্ষ খুনি যদি এই উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি দ্য়ুতিমান ভট্টাচার্য। কনভয়ে হামলার ঘটনায় মঙ্গলবার এই ভাষাতেই সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। পাল্টা উদয়ন গুহর প্রশ্ন - ও(শুভেন্দু অধিকারী) যখন যাচ্ছিল SP অফিসে তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে, যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন গুহর চামড়া তুলব আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? শুভেন্দু অধিকারীর সফরের আগেই হুঁশিয়ারির সুর শোনা যায় উদয়ন গুহর গলায়। তিনি বলেন, যারা বাংলাকে অপমান করবে, বাংলাভাষীদের আক্রমণ করবে, তাদের কোনও নিস্তার নেই। কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। এরপর শুভেন্দু  অধিকারীর সফর ঘিরে ধুনধুমার পরিস্থিতি তৈরি হয়। শুভেন্দু  অধিকারীর অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য় বারবার কোচবিহারের পুলিশ সুপার দ্য়ুতিমান ভট্টাচার্যকে ফোন করা হলেও, তিনি ফোন তোলেননি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola