Ground Zero: 'তৃণমূল কংগ্রেস নির্বাচনী বন্ডে ১ হাজার ২০০ শতাংশ আয়বৃদ্ধি করেছে',বিস্ফোরক শুভেন্দু

Continues below advertisement

'তৃণমূল কংগ্রেস নির্বাচনী বন্ডে ১ হাজার ২০০ শতাংশ আয়বৃদ্ধি করেছে'।  চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। '২০২১ সালে নির্বাচনী বন্ডে ৪২ কোটি টাকা আয় হয়েছিল তৃণমূলের'।'২০২২ সালে কোন জাদুবলে ৫২৮ কোটি টাকায় আয়'। 'বালি-পাথরের খাদান মালিক ও বেআইনি কারবারিরা টাকা দিয়েছে'।প্রত্যেকের নামের তালিকা রয়েছে, বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

অনুমতি না থাকায়, বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতির মঞ্চ খোলার কাজ শুরু ।মঞ্চ খোলার কাজ শুরু করল উত্তর বন্দর থানার পুলিশ । এর আগে আজ বাবুঘাটে গঙ্গা আরতির জন্য পুলিশের অনুমতি চায় বিজেপি । গঙ্গাসাগরের জন্য ভিড়ের কারণ দেখিয়ে কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করে কলকাতা পুলিশ। জি ২০ সম্মেলনের জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, এও জানায় কলকাতা পুলিশ। গঙ্গাসাগর মেলার পরে বিজেপিকে নতুন করে আবেদন করতে বলে পুলিশ। 

বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতি কর্মসূচি ঘিরে উত্তেজনা, ধুন্ধুমার পরিস্থিতি। সজল ঘোষকে বাবুঘাট থেকে লালবাজারে নিয়ে গেল পুলিশ।  পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি নেতা সজল ঘোষের। তাঁকে টেনে-হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। এর আগে গঙ্গা আরতির সাউন্ড বক্স ও বিদ্যুৎসংযোগ খুলে নেয় পুলিশ। তারপরেই বাবুঘাটে পৌঁছোন সজল ঘোষ। সজল ঘোষকে লালবাজার নিয়ে যাওয়ার পর গঙ্গা আরতির মঞ্চও খুলে নেয় পুলিশ

পুলিশের অনুমতি মিলুক বা না মিলুক, গঙ্গা আরতি হবেই, আগেই জানিয়েছেন সুকান্ত মজুমদার। মমতাকে দেখে কর্মসূচি, সবকিছুতেই রাজনীতি, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। 

কামারহাটিতে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। বিস্ফোরণে ২ জন জখম, জানিয়েছে পুলিশ। আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী থেকে বিস্ফোরণ এখনও জানা যায় নি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram