Suvendu Adhikari:'দুর্নীতি করেছেন তাই ডেকেছে,' নুসরতকে ইডির তলব প্রসঙ্গে শুভেন্দু
ফ্ল্যাট প্রতারণার অভিযোগে নুসরত জাহানকে ইডির তলব। ১২ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে তৃণমূল সাংসদকে হাজিরার নির্দেশ ইডির। সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব। অন্যদের ফ্ল্যাটের দেওয়ার নামে নুসরতের অভিযোগ প্রতারণার বিরুদ্ধে। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ নুসরত জাহানের বিরুদ্ধে। যে সংস্থার ডিরেক্টর, সেখান থেকেই ঋণ নিয়ে পাম অ্যাভিনিউয়ে ফ্ল্যাট কেনার দাবি নুসরতের! সংস্থা থেকে কোনও ঋণ দেওয়া হয়নি, পাল্টা দাবি সংস্থার অন্যতম ডিরেক্টরের।
Tags :
Bangla News Bangla News Live TMC BJP Suvendu Adhikari ABP Ananda Digital Nusrat Jahan ABP Ananda ED ABP Ananda Live ABP Ananda Bengali News