Suvendu Adhikari: 'রাজনৈতিক কারণেই ডেকে পাঠানো হয়েছে অর্জুন সিংকে', দাবি শুভেন্দুর।
Continues below advertisement
Arjun Singh: নৈহাটি উপনির্বাচনের আগের দিন অর্জুনকে CID তলব। ১২ নভেম্বর ভবানীভবনে বিজেপি নেতা অর্জুন সিংহকে তলব। ২০২০: ভাটপাড়া পুরসভায় ৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ।পুরসভার তৎকালীন চেয়ারম্যান অর্জুনকে CID নোটিস। সাক্ষী হিসেবে অর্জুনকে CID-র আর্থিক দুর্নীতি দমন শাখার তলব। 'এক সপ্তাহ আগেও অর্জুন সিংহকে তলব, কিন্তু আসেননি'। 'উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে আসেননি অর্জুন'। তাই উপনির্বাচনের প্রচার শেষ হতেই ফের হাজিরার নোটিস: CID সূত্র। 'রাজনৈতিক উদ্দেশ্যেই ভোটের আগের দিন বিজেপি নেতাকে তলব'। ভবানীভবনে অর্জুন সিংহকে CID তলব নিয়ে দাবি শুভেন্দু অধিকারীর।
এবার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ। হবিবপুরে ফাঁকা বাড়িতে ঢুকে বধূকে ধর্ষণের অভিযোগ। প্রতিবাদ করায় পরিবারকে মারধর, অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকিরও অভিযোগ।
Continues below advertisement