
Suvendu Adhikari: 'ব্যবস্থা যদি না নেন...', কোচবিহারের পুলিশ সুপারকে হুঁশিয়ারি শুভেন্দুর
BJP News Live: 'ভোটের ১১ মাস আগে থেকে গুন্ডামি করছে তৃণমূল'। ভয় পেয়ে গুন্ডামি করছে তৃণমূল: শুভেন্দু। 'রাজ্য পুলিশকে দিয়ে ভোট হলে প্রহসনে পরিণত হবে নির্বাচন'। 'কোচবিহারে লিখিলরঞ্জনের ওপর হামলা চালিয়েছে'। 'বিজেপির নির্বাচিত প্রতিনিধিদের ওপর গুন্ডামি চালাচ্ছে তৃণমূল'। সুবর্ণ গোস্বামীর বদলির প্রতিবাদেও সরব বিরোধী দলনেতা। 'মমতার প্রতিহিংসাপরায়ণ রাজনীতির চূড়ান্ত নিদর্শন'।
বারুইপুরকাণ্ডে উত্তাল বিধানসভা
বারুইপুরে শুভেন্দুর ওপর হামলার অভিযোগে বিজেপির বিক্ষোভ বারুইপুরকাণ্ডে উত্তাল বিধানসভা। বারুইপুরে শুভেন্দুর ওপর হামলার অভিযোগে বিজেপির বিক্ষোভ। বিজেপি বিধায়কদের বিক্ষোভে বিধানসভায় তুলকালাম। বিধানসভায় ভিতরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিক্ষোভের পর বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। বিধানসভার ২ নম্বর গেটের বাইরে বিক্ষোভ। কাগজ ছিঁড়ে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান বিজেপি বিধায়কদের। অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আজ ফের বিক্ষোভ, ওয়াকআউট বিজেপির।