Suvendu Adhikari : মতুয়াদের চোখে জল দেখে আর চুপ থাকব না : শুভেন্দু অধিকারী

ABP Anana LIVE : মতুয়াদের চোখে জল দেখে আর চুপ থাকব না : শুভেন্দু অধিকারী I বিধানসভা নির্বাচনের বছর খানেক আগেই ফের মতুয়া ইস্যুতে সরব বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। বাংলাদেশে মতুয়া সম্প্রদায়ের উপর অত্যাচার বন্ধের দাবিতেI এবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সঙ্গে দেখা করলেন শুভেনদু অধিকারী। মতুয়া সম্প্রদায়ের ৬ জন বিধায়ককে সঙ্গে নিয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সঙ্গে দেখা করেন তিনি। এনিয়ে পাল্টা মুখ খুলেছে তৃণমূলও।

গুরু 'পাপে' লঘু দণ্ড!

আগে অখিল গিরি, আর এবার অনুব্রত মণ্ডল। মহিলাদের নিয়ে কুরুচিকর, কদর্য কথার স্রোত বয়েই চলেছে। কিন্তু এদের কারও বিরুদ্ধেই কোনও কড়া পদক্ষেপ নেয়নি তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আপাতত ক্ষমা চাইতে বলেই থেমে থাকল দল। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, শুধুমাত্র মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েই অখিল গিরির ক্ষেত্রে যেমন সাতখুন মাফ হয়ে গেছিল, অনুব্রতর ক্ষেত্রেও কি ক্ষমাতেই কাজ হয়ে যাবে? 

 

রাজ্যের দাবি মানল ডিভিসি

বঙ্গে সবে প্রবেশ করেছে বর্ষা। এখনও দক্ষিণবঙ্গে তেমনভাবে শুরু হয়নি ভারী বৃষ্টি। তার আগেই জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে দুবার বৈঠক সেরে ফেলেছে রাজ্য সরকার। বৃষ্টির মরশুমে বন্যা পরিস্থিতি এড়াতে, ডিভিসিকে একবারে ৫০ হাজার কিউসেকের বেশি জল না ছাড়ার অনুরোধ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই অনুরোধেই এবার মান্যতা দিল ডিভিসি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola