Suvendu Adhikari: 'হিন্দুরা ঐক্যবদ্ধ হন', রামনবমীর আগে বার্তা শুভেন্দুর
ABP Ananda LIVE: 'আমাদের ধর্ম নাকি গন্দা ধর্ম, এর জবাব সনাতনীরা দেবে না?' ৫০০ টাকার জন্য আত্মসমর্পণ করবেন? রানাঘাটে হুঙ্কার শুভেন্দুর । রামনবমীতে হিন্দুদের শক্তি প্রদর্শনের ডাক শুভেন্দু অধিকারীর । দেখা হলেই জয় শ্রীরাম বলবেন, কোনও লজ্জা পাবেন না' । 'বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে লজ্জা কেন?' । হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিরোধী দলনেতার । নন্দীগ্রামে রাম মন্দিরের ভূমিপুজো করে পথে নামব: শুভেন্দু অধিকারী।
'আমরা রাজনীতির বলি হচ্ছি', ক্ষোভে ফুঁসছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরিহারাদের একাংশ। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের SSC-র ২৫ হাজার ৭৫২ চাকরি বাতিল হয়ে গেছে। যারা যোগ্য, নতুন করে তাঁরা নিয়োগের পরীক্ষায় বসার সুযোগ পাবেন বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। কিন্তু কবে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া? কবেই বা শেষ করতে হবে? তা স্পষ্ট নয় খোদ স্কুল সার্ভিস কমিশনের কাছেই। সব মিলিয়ে আতান্তরে চাকরিহারা যোগ্য প্রার্থীরা। SSC-র চাকরি বাতিল নিয়ে আলোচনায় বারবার ফিরে আসছে, অতিরিক্ত শূন্য়পদ তৈরি নিয়ে রাজ্য় মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রসঙ্গ। মন্ত্রিসভার ভূমিকা খতিয়ে দেখতে CBI তদন্তের নির্দেশ বহাল থাকবে কিনা, তা নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে।