Suvendu Adhikari: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে আদালতে সরব শুভেন্দু অধিকারী | Bangla News
১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে আদালতে সরব শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট তুলে ধরে সরব বিরোধী দলনেতা। শুভেন্দুর অভিযোগ, ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির হদিশ। ‘কয়েকটি ক্ষেত্রে জেলাশাসক ও বিডিও-র এফআইআরের সুপারিশ কার্যকর করা হয়নি। বহু ব্লকে জনসংখ্যার তুলনায় জবকার্ড বেশি’। বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরও জবকার্ড রয়েছে, অভিযোগ শুভেন্দুর। আজ হাইকোর্টে অতিরিক্ত হলফনামা পেশ শুভেন্দু অধিকারীর। আগামী সোমবার ফের এই মামলায় শুনানি।
Tags :
Bangla News Bangla News Live 100 Days Work Bengali News ABP Ananda LIVE Suvendu Adhikari ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News