Suvendu Adhikari :এক্স হ্যান্ডলে নিজের আয়কর রিটার্ন পোস্ট করে মমতার আক্রমণের পাল্টা আক্রমণ শুভেন্দুর
Continues below advertisement
ABP Ananda Live: মমতার আক্রমণের পাল্টা জবাব শুভেন্দুর। এক্স হ্যান্ডলে নিজের আয়কর রিটার্ন পোস্ট করে পাল্টা আক্রমণ বিরোধী দলনেতার। 'গতকাল আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছিলেন আপনি'। যদিও আমার নাম নেওয়ার সাহস হয়নি আপনার, এক্স হ্যান্ডলে মমতাকে নিশানা শুভেন্দুর । 'আমার বিরুদ্ধে সিআইডি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আইবি-কে দিয়ে তদন্ত করান'। হিসাব বহির্ভূত এক পয়সা উপার্জন করেছি কি না, প্রমাণ করুন, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর । 'কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের জমির চুক্তি প্রকাশ্যে আনুন'। 'জমির দখল বৈধ না অবৈধ সেটা সবাইকে জানতে দিচ্ছেন না কেন?' আশা করি আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন, পোস্ট বিরোধী দলনেতার
Continues below advertisement