Mahishadal Incident: 'শুভেন্দু অধিকারীর উস্কানিতেই অশান্তি', অভিযোগ মহিষাদলের তৃণমূল বিধায়কের | ABP Ananda LIVE
পূর্ব মেদিনীপুরের মহিষাদলে কেশবপুর সমবায় সমিতির অনুষ্ঠানে ধুন্ধুমার। মহিষাদলের তৃণমূল বিধায়কের সামনেই 'চোর ধরো, জেল ভরো' স্লোগান বিজেপির। তৃণমূল বিধায়কের সামনেই মারপিট, চেয়ার ছোড়াছুড়ি। শুভেন্দু অধিকারীর উস্কানিতেই অশান্তি, অভিযোগ তৃণমূল বিধায়কের। গন্ডগোলে বিজেপির পঞ্চায়েত প্রধান-সহ বেশ কয়েকজন আহত। তৃণমূল বিধায়ক বেরোতেই মঞ্চে প্রদীপ জ্বালিয়ে নতুন করে অনুষ্ঠান বিজেপির।