Suvendu Adhikari : বাজেটের পরিবর্তে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, বললেন শুভেন্দু ।Bangla News
পিএম কিষাণের বদলে কৃষক বন্ধু, প্রধানমন্ত্রীর রেশন কে বলছে খাদ্য সাথী, জলজীবন প্রকল্পের নাম জল স্বপ্ন। প্রত্যেক ছত্রে এই একই কথা। আমরা প্রায় ১৫ মিনিট শুনেছি, তারপর প্রতিবাদ করেছি। রাজ্যের প্রকল্প রাজ্যের বলুন, অসুবিধা নেই। ১৩ কোটি টিকা পেয়েছে রাজ্য, তাও বললেন কেন্দ্রের রাজ্যেরপ্রতি বৈমাত্রেয় সুলভ আচরণ। বাজেটের বদলে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বললেন আন্দোলনরত বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। ২০২২-’২৩ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশের সময় তুমুল স্লোগান বিজেপির। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর বাজেট বক্তৃতায় স্লোগান বিজেপি বিধায়কদের। বিজেপির বিক্ষোভ চলাকালীন বাজেট বক্তৃতা দেন চন্দ্রিমা।বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের। পোর্টিকোতে বসে পড়ে স্লোগান দিচ্ছেন বিজেপি বিধায়করা। ‘প্রতিটি প্রধানমন্ত্রীর প্রকল্পের নাম পাল্টে দিয়েছে রাজ্য সরকার। মাসে তিন বার নেওয়া হচ্ছে ঋণ এরপরেও ক্রমাগত কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে’, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।