Suvendu Adhikari: এখন বড় নেতার নাম কয়লা ভাইপো: শুভেন্দু অধিকারী। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: '২০০০ সালের ৪ জানুয়ারি ৯ জনকে পুড়িয়ে মারা হয়েছিল, ৪ জনকে চিহ্নিত করা হয়েছিল', 'বামপন্থীদের একটা বড় অংশ এখন বিজেপির (BJP) সঙ্গে আছে', 'খেতমজুরদের স্বার্থে লড়াই করেছিল আগের বামপন্থীরা','পুরনো বামপন্থীদের ৬০ শতাংশ বিজেপির সঙ্গে এসেছে', 'বামপন্থা নয়, নরেন্দ্র মোদি দেশকে রক্ষা করতে পারবে, পুরনো বামপন্থীরা এটা বুঝতে পেরেছে','২০০০ সালের পর ছোট আঙারিয়ায় তৃণমূলের কেউ আসতে পারেনি','তৃণমূলের অধিকার নেই ছোট আঙারিয়া দিবস পালন করার'। 'এখন বড় নেতার নাম কয়লা ভাইপো', গড়বেতার সভা থেকে বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram