Suvendu Adhikari: রাজ্যের করা মামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ বিরোধী দলনেতার
রাজ্যের করা মামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ বিরোধী দলনেতার। অমিত শাহকে মামলার তালিকা সহ পুস্তিকা তুলে দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন প্রান্তেই তো আপনার বিরুদ্ধে মামলা, বিস্ময়প্রকাশ অমিত শাহর, দাবি শুভেন্দুর। কয়েকজন আইপিএসের বিরুদ্ধেও অভিযোগ জানালেন শুভেন্দু । স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য বিনিময় শুভেন্দুর। 'ক্যায়সে হ্যায় শুভেন্দু', জানতে চান প্রধানমন্ত্রী। শুভেন্দু ৮ পাতার পুস্তিকা তুলে দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও জে পি নাড্ডাকে।
Tags :
West Bengal Amit Shah Bangla News Bangla News Live Calcutta Highcourt Bengali News ABP Ananda LIVE BJP *Amit Shah ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News