Suvendu Adhikari: ২১ ডিসেম্বরের হুঙ্কার নিয়ে ফের ব্যাখ্যা শুভেন্দু অধিকারীর! ঠিক কী বলেছেন তিনি?
ফের শুভেন্দুর মুখে ২১ ডিসেম্বরের ডেডলাইনের ব্যাখ্যা। শুভেন্দুর হাতিয়ার ওএমআর শিট নিয়ে হাইকোর্টের কড়া অবস্থান। '২১শের বদলে ২২শে মামলার শুনানি হয়েছে, তাই ওই দিনের কথা বলছিলাম'
২১ ডিসেম্বরের হুঙ্কার নিয়ে ফের ব্যাখ্যা শুভেন্দু অধিকারীর । 'বারবার ডেডলাইন, কোর্টের দিন নিয়ে রাজনীতি হতে পারে না, এরকম কিছু হলেও প্রমাণিত হবে বিজেপির কথায় চলছে এজেন্সি', ডিসেম্বর ডেডলাইন নিয়ে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের।
Tags :
West Bengal Bangla News Bangla News Live Calcutta Highcourt Bengali News TMC ABP Ananda LIVE BJP Suvendu Adhikari ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News