Suvendu Adhikari: 'পুরুষ পুলিশরা পিছনে, মহিলা পুলিশদের আমাদের গায়ের ওপর ফেলছে !' ফের শুভেন্দুর নিশানায় মমতা
রাজ্য়ে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে, আজ স্বাস্থ্য় ভবন অভিযানের ডাক দেন বিজেপি বিধায়করা। কিন্তু গেটেই পুলিশের বাধার মুখে পড়তে হয় বিরোধী দলনেতা সহ বিধায়কদের। রীতিমতো ধস্তাধস্তি বাধে। কর্মসূূচিতে পুলিশের ভূমিকা নিয়ে ফের সরব হলেন শুভেন্দু অধিকারী।