Suvendu Adhikari : 'কেন শিশিরবাবুর নাম নিলেন? উনি কি এই হাউজের মেম্বার?' পার্থর মন্তব্যে পাল্টা শুভেন্দু
তুমুল বাগ্ বিতণ্ডায় জড়িয়ে পড়লেন বিরোধী দলনেতা ( Suvendu Adhikari ) ও রাজ্যের সেচমন্ত্রী ( Partha Bhowmik ) ! উত্তপ্ত হয়ে উঠল বিধানসভার অধিবেশন ( West Bengal Assembly Session ) । শিশিরবাবু কোন দলে রয়েছেন, সেই প্রশ্ন তুললেন পার্থ ভৌমিক! পাল্টা সেচমন্ত্রীকে গ্রেফতার করানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিরোধী দলনেতার বিরুদ্ধে! এধরনের কথা বিধানসভায় বলা যায় না। কড়া বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ।