Suvendu Adhikari: 'জবরদখল করে নিজের বাড়ি সম্প্রসারণ করেছেন', জবরদখলের অভিযোগ শুভেন্দুর | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ শুভেন্দুর। 'কালীঘাটে নালার জমি জবরদখল করে নিজের বাড়ি সম্প্রসারণ করেছেন', পাল্টা আক্রমণ তৃণমূলের।

 বৃষ্টির মাঝে খাস কলকাতায় মর্মান্তিক মৃত্যু। দক্ষিণ কলকাতায় গল্পগ্রিনে গাছের ডাল চাপা পড়ে মারা গেলেন এক রিকশাচালক। দুর্ঘটনায় নিহত রিকশচালকের নাম অলক কয়াল। তিনি ক্যানিংয়ের বাসিন্দা। এই এলাকায় রিকশা চালাতেন। 

এদিন তাঁর কাজের মাঝেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি কৃষ্ণচূড়া গাছের নীচে আশ্রয় নিয়েছিলেন তিনি। সেই সময়েই আচমকা ওই গাছের বিশাল একটি ডাল ভেঙে পড়ে। সেই গাছের ডালে চাপা পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। ভোটের মাঝেই পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিন পর প্রকাশ্যে আসে মাধ্যমিকের ফল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ। গত বছরের তুলনায় চলতি বছরে পাসের হারও বেড়েছে। এবছর মাধ্যমিকে পাসের হার ছিল ৮৬.৩১ শতাংশ। গতবছর শতাংশের হার ছিল ৮৬.১৫। পাসের সবথেকে এগিয়ে ছিল শৈল শহর কালিম্পং। দ্বিতীয় স্থানেই ছিল এবার পূর্ব মেদিনীপুর। পাসের হারে তৃতীয় স্থানে ছিল কলকাতা। এবং চতুর্থস্থানে ছিল পশ্চিম মেদিনীপুর। মেধা তালিকায় প্রথম দশ জনের মধ্যে ছিল ৫৭ জন। মেধা তালিকায় দক্ষিণ ২৪ পরগনা থেকে  সবথেকে বেশি জন স্থান পেয়েছে। তালিকায় ছিল দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের পরীক্ষার্থীরাও।  কলকাতা থেকে ছিল ১ জন। এবছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পায় ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram