Calcutta High Court: ভোট পরবর্তী অশান্তি নিয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী, কবে শুনানি? | ABP Ananda LIVE

Continues below advertisement

ভোট পরবর্তী অশান্তি নিয়ে আদালতে শুভেন্দু অধিকারী। 'আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আদালত পদক্ষেপ নিক', এই মর্মে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার মামলার শুনানি চলতি সপ্তাহে। 

'লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরও রাজ্যের বহু স্কুলে এখনও খোলা যাচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে সেইসব স্কুল খোলা যাচ্ছে না', প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আদালতের হস্তক্ষেপের আর্জি আইনজীবীদের। আগামী বুধবার বিষয়টি শোনা হবে বলে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

এগরার খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণের পর বছর ঘুরতে না ঘুরতেই এবার কোলাঘাটে বিস্ফোরণ। কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের অন্তত ৪-৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি মাটির বাড়ি ধূলিসাৎ। গতকাল রাত ১০টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে পয়াগ গ্রাম ও আশেপাশের এলাকা। দমকলের ২টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। স্থানীয় সূত্রে খবর, এই গ্রামে বেশ কিছু বাড়িতে বেআইনি বাজি তৈরি হত। গত বছরের ১৬ মে, এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। মৃত্যু হয় বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ-সহ ১২ জনের। এরপরেও কীভাবে বেআইনি বাজি কারখানা চলছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram