Suvendu Adhikari : 'পুরোটাই একটা পরিকল্পিত চিত্রনাট্য়' কুণালের ট্যুইট আর পার্থর মন্তব্য নিয়ে কটাক্ষ শুভেন্দুর

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Bengal Recruitment Scam )  বৃহস্পতিবার যখন তৃণমূলের সুরেই পার্থ চট্টোপাধ্য়ায় বিরোধীদের নিশানা করলেন, তখন বিরোধীরা দাবি করছে, এটা পুরোটাই একটা পরিকল্পিত চিত্রনাট্য়!  পার্থ চট্টোপাধ্য়ায়কে ( Partha Chatterjee )  দিয়ে নামগুলো বলানো হচ্ছে। এর মধ্য়ে ২০২০ সালে সুদীপ্ত সেনের লেখা সেই চিঠির ছাপ দেখতে পাচ্ছে বিরোধীরা, যাতে অধীর চৌধুরী, বিমান বসু, সুজন চক্রবর্তীর ( Sujan Chakraborty ) মতো বিরোধী দলের নেতাদের টাকা দেওয়ার অভিযোগ করেছিলেন জেলবন্দী সুদীপ্ত সেন! তখনও বিরোধীরা অভিযোগ করেছিল, তৃণমূলই সুদীপ্ত সেনকে দিয়ে এই চিঠি লিখিয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola