Suvendu Adhikari : 'পুরোটাই একটা পরিকল্পিত চিত্রনাট্য়' কুণালের ট্যুইট আর পার্থর মন্তব্য নিয়ে কটাক্ষ শুভেন্দুর
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Bengal Recruitment Scam ) বৃহস্পতিবার যখন তৃণমূলের সুরেই পার্থ চট্টোপাধ্য়ায় বিরোধীদের নিশানা করলেন, তখন বিরোধীরা দাবি করছে, এটা পুরোটাই একটা পরিকল্পিত চিত্রনাট্য়! পার্থ চট্টোপাধ্য়ায়কে ( Partha Chatterjee ) দিয়ে নামগুলো বলানো হচ্ছে। এর মধ্য়ে ২০২০ সালে সুদীপ্ত সেনের লেখা সেই চিঠির ছাপ দেখতে পাচ্ছে বিরোধীরা, যাতে অধীর চৌধুরী, বিমান বসু, সুজন চক্রবর্তীর ( Sujan Chakraborty ) মতো বিরোধী দলের নেতাদের টাকা দেওয়ার অভিযোগ করেছিলেন জেলবন্দী সুদীপ্ত সেন! তখনও বিরোধীরা অভিযোগ করেছিল, তৃণমূলই সুদীপ্ত সেনকে দিয়ে এই চিঠি লিখিয়েছে।