Suvendu Adhikari: 'এটা অজান্তে নয়, ইচ্ছাকৃতভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে', পোস্ট শুভেন্দু অধিকারীর

ABP Ananda LIVE: 'মেদিনীপুরের বিপ্লবীদের 'সন্ত্রাসবাদী, জঙ্গি' তকমা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের' । 'এটা অজান্তে নয়, ইচ্ছাকৃতভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে, ২০২৩ সালেও একই ঘটনা' । ইতিহাস বিভাগের প্রধান নির্মল কুমার মাহাতো তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার সদস্য', পোস্ট শুভেন্দু অধিকারীর । 'বারবার ভুল করার পরেও নির্মল মাহাতোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না' । উল্টে তাঁকে তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার জয়েন্ট সেক্রেটারি করে দেওয়া হয়েছে', আক্রমণ শুভেন্দু অধিকারীর

আরও খবর....

পহেলগাঁও হামলার পর ইতিমধ্যেই অনেকেই জম্ম-কাশ্মীরে ঘুরতে যাওয়া থেকে মুখ ঘুরিয়েছেন। ঠিক এমনই এক আবহে, গতকাল নবান্নে আসেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মুখ্যমন্ত্রীর পাশাপাশি পশ্চিমবঙ্গবাসীকেও ভূস্বর্গ যাওয়ার আমন্ত্রণ জানান ওমর। এদিকে ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকের পরপরই মুখ্যমন্ত্রী বলেন, 'কাশ্মীরে যাতে সবাই যেতে পারে, তার ব্যবস্থা করুক কেন্দ্র।' এদিকে চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই, 'মুসলিম অধ্যুষিত কাশ্মীরে না গিয়ে হিন্দু বাঙালিরা অন্য কোথাও গেলে প্রাণে বাঁচবেন','বাঙালিদের কাশ্মীর যেতে নিষেধ' করলেন শুভেন্দু অধিকারী।  বিরোধী দলনেতার মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি। এক্স পোস্টে সরব তৃণমূল।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola