Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর ডাকা ১২ ঘণ্টার খেজুরি বন‍্ধে বিক্ষিপ্ত অশান্তি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: শুভেন্দু অধিকারীর ডাকা ১২ ঘণ্টার খেজুরি বন‍্ধে বিক্ষিপ্ত অশান্তি । বাঁশগোড়ায় ট্রাক ভাঙচুরের অভিযোগ বন‍্ধ সমর্থকদের বিরুদ্ধে । জোর করে বন‍্ধ করানোর চেষ্টা করার অভিযোগে গ্রেফতার ৮ । খেজুরি বিদ্যাপীঠের কাছে হেঁড়িয়া-খেজুরি রাজ্য সড়ক অবরোধ । পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, এলাকায় উত্তেজনা । SDPO-র হস্তক্ষেপে ৪ ঘণ্টা পর উঠল অবরোধ । সকাল থেকে খেজুরিতে দোকানপাট বন্ধ, শুনশান রাস্তা । খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের নেতৃত্বে মিছিল । এলাকাজুড়ে পুুলিশের কড়া নজরদারি

আরও খবর...

নাসার নির্দেশের পর শুভাংশু শুক্লা এবং আরও ৩ মহাকাশচারীকে নিয়ে ISS থেকে আনডকিং ড্রাগন মহাকাশযানের। ১৮ দিন মহাকাশে কাটিয়ে এবার পৃথিবীর মাটি ছোঁয়ার পালা। ২৩ ঘণ্টা পর স্প্ল্যাশডাউন করবে প্রশান্ত মহাসাগরে। গত ২৫ জুন, বুধবার ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে ওড়েন শুভাংশুরা। 39A লঞ্চ কমপ্লেক্স থেকে ৪ মহাকাশচারীকে নিয়ে উড়ে যায় ইলন মাস্কের সংস্থা স্পেস-এক্সের ড্রাগন ক্রাফট। ২৮ ঘণ্টা পর ভারতীয় সময়, পরের দিন বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন সবাই। ১৮ দিন মহাকাশে শুভাংশুরা ৬০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা করেছেন এবং ২০টিরও বেশি ‘আউটরিচ’ ইভেন্টে অংশগ্রহণ করেছেন। সাতটি মাইক্রোগ্রাভিটি পরীক্ষা করেছেন। ভারতীয় সময় অনুসারে, রবিবার সন্ধে ৭টা ২০-তে মহাকাশে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় শুভাংশুদের। NASA সূত্রে খবর, স্প্ল্যাশডাউনের পর শুভাংশু ISRO-এর ফ্লাইট সার্জনদের তত্ত্বাবধানে কিছু দিন ‘রিহ্যাবিলিটেশন’-এ থাকবেন। তার পর জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন। ১৫ জুলাই বিকেলে স্প্ল্যাশডাউন করবে প্রশান্ত মহাসাগরে, খবর NASA ও ISRO সূত্রে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola