Suvendu Adhikari: 'যাঁর ওপর মেয়রের হাত, তাঁর জন্যই ভেঙেছে মানুষের ওপরের ছাদ', আক্রমণ শুভেন্দুর | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: গার্ডেনরিচ এলাকায়, তৃণমূল পরিচালিত পুরসভার যিনি বরো চেয়ারম্য়ান, সেই রঞ্জিত শীল বলছেন, 'একশোর মধ্য়ে দশটা বহুতলই বেআইনি নির্মাণ।' আর এই আবহেই, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিমের পুরনো একটি বক্তব্য় পোস্ট করে ফের তৃণমূলকে নিশানা করলেন। যে ভিডিওতে ববি হাকিমকে বলতে শোনা যাচ্ছে, '''আজকের শামশই, ভবিষ্য়তের ববি'। তাৎপর্যপূর্ণভাবে এই শামশ ইকবালই, একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। আর এই একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ড আবার পড়ে, পনেরো নম্বর বরোর মধ্য়ে! যে বরোর চেয়ারম্য়ান রঞ্জিত শীল। যিনি আজই এবিপি আনন্দর ক্য়ামেরার সামনে বলেছেন, দশ শতাংশ বহুতলই বেআইনি!
Continues below advertisement