Suvendu Adhikari : 'আহত অন্তত ১০০, পাপে ধ্বংস হবে মমতা', হুঙ্কার শুভেন্দুর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: অভয়ার মাকে মারধরের অভিযোগ, শুভেন্দু অধিকারীর নিশানায় পুলিশ । 'বাদ পড়লেন না অভয়ার মা ও বাবা, অভয়ার মায়ের মাথায় লাঠি মেরেছে মমতা পুলিশ' । 'গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ প্রতিবাদে জনগণের উপর অত্যাচার করল মমতা পুলিশ' । 'এর জবাব জনগণ ফিরিয়ে দেবে' । পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর অপচেষ্টায় পুরোপুরি সামিল' । 'ধিক্কার জানাই এই সরকার এই দলদাস পুলিশকে' । সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

আরও খবর..

নবান্ন অভিযানে ধুন্ধুমার। এরমধ্য়েই চাঞ্চল্য়কর অভিযোগ করলেন নিহত চিকিৎসকের মা-বাবা। নিহত চিকিৎসকের মায়ের অভিযোগ, তাঁর হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। কপালে মারা হয়েছে। রাস্তায় ফেলে মেরেছে পুলিশ। যদিও, মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। চিকিৎসার জন্য এদিন অভয়ার মা-বাবাকে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে হয়। 

অভয়ার মাকে মারধরের অভিযোগ, কৌস্তভ বাগচীকে নিশানা কুণাল ঘোষের।'অভয়ার মাকে ধাক্কা দিচ্ছে বিজেপির ন্যাড়া নাড়ু, ক্যামেরায় মুখ দেখাবে বলে। বাবা-মাকে নিয়ে এই কুৎসিত নাটক, রাজনীতি যে হবে, গতকালই বলেছিলাম, মিলিয়ে নিন', কৌস্তভ বাগচীর নাম না করে সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola