Suvendu Adhikari : 'ওবিসি সার্টিফিকেটের নামে ললিপপ দেওয়ার চেষ্টা', মমতাকে আক্রমণ শুভেন্দুর
ABP Ananda LIVE: 'গতকাল মহেশতলায় আবার ১৬৩ জারি করা হয়েছে' । 'আবার নতুন করে মাইকিং করা হয়েছে' । 'ওখানে প্রথম থেকেই অসভ্যতা করেছে'। 'ওবিসি সার্টিফিকেটের নামে ললিপপ দেওয়ার চেষ্টা'। 'চাকরি দিতে না পারবেন না, ললিপপ দেওয়ার চেষ্টা করেছিলেন' । 'ওবিসি সার্টিফিকেটের নামে টুপি পরানোর চেষ্টা করেছিলেন' । 'খিদিরপুরের প্রতিবাদী ব্যবসায়ীকে থানায় তুলে নিয়ে গেছে' । 'পরশু দিন থানায় তুলে নিয়ে গেছে, এখনও কোর্টে তোলেনি' । 'আমরা মানবাধিকার কমিশনের সঙ্গে যোগাযোগ করছি' ।
'দেশকে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী' । 'মুখ্যমন্ত্রীকে যোগ্য জবাব দেবে মানুষ' । 'আপনি ছাপ্পা দিয়ে ৪৪ শতাংশ ভোট পেয়েছেন' । 'যেখানে হিন্দু জনসংখ্যা কম, সেখানে পুলিশ বা রাজনীতিক কেউ সুরক্ষিত নন' । 'মোথাবাড়ি থেকে মহেশতলা, মডেল এক' । '৮ মাস পর প্রাক্তন হবেন মুখ্যমন্ত্রী' । পিএ-সহ জেলে যাবেন ভাইপো, আক্রমণ শুভেন্দুর'কালীঘাটের কাকুর কণ্ঠে বারবার নাম এসেছে' ।
'মুখ্যমন্ত্রী বিমান দুর্ঘটনার কথা বলছেন' । 'রাজ্যে পথ দুর্ঘটনায় কত লোক মারা গেছেন?' । 'দুর্ঘটনা কি কেউ ইচ্ছে করে ঘটায়?' । 'রাগ থেকে এসব কথা বলছেন মুখ্যমন্ত্রী'