Suvendu Adhikari: ২৭ অগাস্ট নবান্ন অভিযানে না গিয়ে ভুল করেছেন জুনিয়র ডাক্তাররা: শুভেন্দু | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অপমৃত্যু ঘটেছে' । জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরুটা ভাল, কিন্তু শেষটা খারাপ' । মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা ঠিক হয়নি, এটা মানুষ ভাল ভাবে নেয়নি' । বিজেপিকে বাদ দিয়ে কোনও আন্দোলন সফল হতে পারে না' । ২৭ অগাস্ট নবান্ন অভিযানে না গিয়ে ভুল করেছেন জুনিয়র ডাক্তাররা: শুভেন্দু
আরও খবর..
রেশন দুর্নীতি মামলায় তদন্ত চালকালীনই পূর্ব মেদিনীপুরের পটাশপুরের (East Medinipur) একটি খাল থেকে উদ্ধার হল বস্তা বস্তা চাল। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া ২০০টি চালের বস্তার গায়েই সরকারি ছাপ রয়েছে। এর ফলে এই চালের বস্তাগুলিকে (Rice bag) রেশনের বলে সন্দেহ হয় এলাকাবাসীর। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাও ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে পটাশপুর এক নম্বর ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ব্রিজের নিতে খালের মধ্যে চালের বস্তা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে চালের বস্তাগুলো খাল থেকে তোলে। কে বা কারা এভাবে খালের মধ্যে চালের বস্তা ফেলল, কী কারণে ফেলল তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তৃণমূল কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ পণ্ডা।