ABP News

Suvendu Adhikari: জেলের মধ্যে সব সুবিধা পাচ্ছে শাহজাহান : শুভেন্দু | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'হিন্দু ভোট ব্যাঙ্কের জন্য OBC-দের বঞ্চনা' । সাসপেনশন উঠতেই বিধানসভায় গিয়ে আক্রমণে শুভেন্দু ।পুলিশ এখন তৃণমূলের গুন্ডা: শুভেন্দু । আমরা যেখানে যাচ্ছি সেখানেই পুলিশ বাধা দিচ্ছে: শুভেন্দু । আমরা যেকোনও সময় আক্রান্ত হতে পারি: শুভেন্দু । অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগে সাসপেন্ড । ৩০ দিনের জন্য বিরোধী দলনেতা-সহ ৪ বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ ।  বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের । আমরা বিধানসভায় নিরাপদ নই: শুভেন্দু । হিন্দু ভোট ব্যাঙ্কের জন্য OBC-দের বঞ্চনা: শুভেন্দু  । 'ভারতবর্ষের শেষ কথা বলে সংবিধান' টাকা দিয়ে পুলিশের ভয় দেখিয়ে দল থেকে কর্মী কেনা বেচা করা হচ্ছে' । ভবানীপুরে ছাপ্পা মেরে ভোটে জিতেছেন মুখ্যমন্ত্রী' । 'সংবিধানকে অসম্মান করেছে শাসকদল' ।  শাহজাহান জেলে বসে সব করছে, তাকে মোবাইল দেওয়া হয়েছে' । অনুব্রত তিহারে ছিল সে কষ্ট বুঝেছে'
'জেলের মধ্যে সব সুবিধা পাচ্ছে শাহজাহান', মন্তব্য শুভেন্দুর 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram