Suvendu Adhikari:'আর জি কর কাণ্ডের পর প্রথম ভোট, বদলা নেবেন না?'প্রতিবাদে বদলার ডাক শুভেন্দুর
ABP Ananda LIVE: আরজিকর কাণ্ড থেকে শুরু করে আলিপুরদুয়ার, একের পর এক ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। ফের তৃণমূলের সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'বাংলায় রক্ষকই ভক্ষক, ভোটবাক্সে জবাব দিন।'
উল্লেখ্য, ১৩ নভেম্বর উপনির্বাচন আছে আলিপুরদুয়ারের মাদারিহাটে। আর এদিন মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে নামেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থীর সমর্থনে গয়েরকাটার মিছিল বিরোধী দলনেতার। এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল শেষে শুভেন্দু অধিকারী বলেন, 'বাংলায় রক্ষকই ভক্ষক।পৃথিবীর কোথাও এমন পাবেন না। আর জি কর থেকে ফালাকাটা, একের পর এক ঘটনা ঘটছে। বাংলায় মহিলারা সুরক্ষিত নন। ভোটবাক্সে এর জবাব দিন' , বলেন বিরোধী দলনেতা।
আরও খবর..
গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত শালিমার, একের পর এক দোকান, বাড়ি ভাঙচুর। ২ গোষ্ঠীর সংঘর্ষ, ইটবৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল র্যাফ, লাঠিচার্জ।
শালিমার স্টেশনের বাইরে ৫ নম্বর গেটে সংঘর্ষ, ভাঙচুর । শালিমার স্টেশনের বাইরে একের পর এক দোকান, বাড়ি ভাঙচুর। এলাকা দখলের লড়াইয়ে অশান্ত শালিমার, নামল র্যাফ। মোবাইলের দোকানে বচসা থেকে গন্ডগোল, দাবি পুলিশের।