Suvendu Adhikari: ২৭ মার্চ বারুইপুরে SP অফিস ঘেরাওয়ের ডাক শুভেন্দুর  | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: শুভেন্দুর রোড শো, পাল্টা তৃণমূলের সভা ঘিরে উত্তপ্ত বারুইপুর । বিজেপি বিধায়কদের গাড়ি পৌঁছতেই 'চোর চোর' স্লোগান তৃণমূলের । কালো পতাকা নিয়ে 'চোর চোর' স্লোগান তৃণমূলের । পাল্টা তৃণমূলকে জয় শ্রীরাম স্লোগান বিজেপির । রাষ্ট্রপতি শাসন ছাড়া বাংলায় ভোট করা সম্ভব নয়' । দেখুক নির্বাচন কমিশন, বারুইপুরে গিয়ে দাবি শুভেন্দুর । বাংলায় রাষ্ট্রপতি শাসন চাই, দাবি শুভেন্দুর । লাঠি দিয়ে গাড়িতে বারবার হামলা' । 'আমি গাড়িতে না থাকলে মাথা ফেটে যেত' । 'বিজেপি কর্মীদের গালিগালাজ তৃণমূলের' । 'আমি কাউকে ভয় পাই না, সব হিসেব হবে' । বারুইপুরের রোড শো থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর
২৭ মার্চ বারুইপুরে SP অফিস ঘেরাওয়ের ডাক শুভেন্দুর  । ২৭ তারিখ দেখা হবে, হুঙ্কার বিরোধী দলনেতার

শুভেন্দুর রোড শো, পাল্টা তৃণমূলের সভা ঘিরে উত্তপ্ত বারুইপুর । বিজেপি বিধায়কদের গাড়ি পৌঁছতেই 'চোর চোর' স্লোগান তৃণমূলের । কালো পতাকা নিয়ে 'চোর চোর' স্লোগান তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপির । বারুইপুরের রাস মাঠ থেকে এসপি অফিস পর্যন্ত শুভেন্দুর মিছিল । শুভেন্দুর মিছিলের রাস্তাতেই ২ জায়গায় তৃণমূলের মঞ্চ! । দুপুর ১-৩ পর্যন্ত তৃণমূলকে সভার অনুমতি পুলিশের

আরও খবর..

মহাকাশে থাকাকালীনই স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা গিয়েছিল। সুনীতা উইলিয়ামসের শীর্ণ চেহারা দেখে চমকে গিয়েছিলেন সকলেই। সাড়ে ন’মাস পর সুনীতা পৃথিবীতে ফেরার পরও তাঁর এবং সহযাত্রী ব্যারি বুচ উইলমোরের স্বাস্থ্য ঘিরে উদ্বেগ কাটছে না। এতদিন মহাকাশে থাকার পর পৃথিবীর সঙ্গে নতুন করে সহজাত হয়ে উঠতে তাঁদের বেশ খানিকটা সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। তাঁদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ৪৫ দিনের বিশেষ পুনর্বাসন প্রকল্প গ্রহণ করল আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র NASA. (Sunita Williams Rehabilitation Programme)

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola