Suvendu Adhikari: 'টেন্ডার দিতে ফ্লাড রিলিফ ক্যাম্প', রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'টেন্ডার দিতে ফ্লাড রিলিফ ক্যাম্প', রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর। 'ত্রাণশিবিরে খাবারের ব্যবস্থা করেছে উড়িষ্যা সরকার। ১০ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পড়শি সরকারকে দেখে শিখুক রাজ্য', মন্তব্য শুভেন্দুর।

আরও খবর..

ঘূর্ণিঝড় দানার প্রভাবে সকাল থেকে দফায় দফায় প্রবল বৃষ্টি। এর জেরে জলমগ্ন হাওড়া শহরের বড় অংশ। হাওড়া শহরের কমপক্ষে ১৫ টি ওয়ার্ডে জল দাঁড়িয়ে যায়। কোথাও গোড়ালি সমান আবার কোথাও হাঁটু সমান জল জমে যায়। সালকিয়া, বেলগাছিয়া, টিকিয়াপাড়া, রামরাজাতলা, হাওড়া ময়দান এবং দাসনগর চত্বরের মূল রাস্তাগুলিতে জল দাঁড়িয়ে যায়। এর ফলে নাকাল হন পথচারীরা। আগাম ঝড় ও বৃষ্টির পূর্বাভাসের কারণে বিপর্যয় মোকাবিলায় হাওড়া পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়। বিভিন্ন এলাকার বাসিন্দারা কন্ট্রোল রুমে ফোন করে জল জমার কথা জানাচ্ছেন। হাওড়া পুরসভা থেকে বলা হয়েছে তিনটে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প ছাড়াও বিভিন্ন পাম্প হাউজের ৭০টি পাম্প চালানো হবে যাতে জল দ্রুত নেমে যায়। কর্তৃপক্ষের আশ্বাস গঙ্গার জলস্তর কমলে অতিরিক্ত পাম্পের সাহায্যে জমা জল নামিয়ে দেওয়া হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram