Suvendu Adhikari: 'হাওড়া স্টেশন থেকে নিখোঁজ চার ছাত্র', ট্য়ুইট শুভেন্দু অধিকারীর। ABP Ananda Live
ABP Ananda Live: 'হাওড়া স্টেশন থেকে নিখোঁজ চার ছাত্র'। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'স্বেচ্ছাসেবকদের খাবার দিচ্ছিলেন ৪ ছাত্র'। 'আচমকা মধ্যরাতের পর থেকে তাদের আর খোঁজ মিলছে না'। 'এই ৪ ছাত্র হল শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার'। 'আমাদের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের গ্রেফতার বা আটক করেছে'য'তাদের কিছু হলে সেই দায়িত্ব মমতার পুলিশকে নিতে হবে'। নিজের এক্স হ্যান্ডলে কড়া আক্রমণ করে পোস্ট শুভেন্দু অধিকারীর। গোলাবাড়ি থানায় বিজেপির তরফে অভিযোগ দায়ের। অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ নিখোঁজদের পরিবার। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ শুভেন্দু অধিকারীর। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ, আগামীকাল এই মামলার শুনানি। 'এক রাজনৈতিক নেতা বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন'
'নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা, খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা'। 'নির্দিষ্ট এবং অকাট্য তথ্যপ্রমাণ আছে'। 'শান্তিরক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে গ্রেফতার'। জানিয়ে দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের, পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশের।