Suvendu Adhikari: 'এবার গ্রেফতার করুক', সিবিআই তল্লাশি নিয়ে মন্তব্য শুভেন্দুর

Continues below advertisement

'তল্লাশি করতে হবে না, এবার গ্রেফতার করুক'। 'ডাকাডাকির কাজ শেষ করে, এবার ধরার কাজ করুক'। সিবিআই তল্লাশি নিয়ে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'গ্রেফতারের কথা বলার সাহস বিজেপির কীভাবে হয় ?' শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ ফিরহাদ হাকিমের।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির বিভিন্ন ঠিকানায় চলছে তল্লাশি। হাওড়ার দাশনগর ও জগাছায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। সংস্থার দুই অংশীদার পার্থ সেন ও কৌশিক মাজির বাড়িতে এদিন অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে কৌশিক মাজিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 
সূত্রের খবর, তাঁর কাছে জানতে চাওয়া হয়, কার মাধ্যমে তাঁদের সংস্থাকে OMR শিট মূল্যায়নের বরাত দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ? চুক্তিতে কী কী ছিল? প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর সঙ্গে কতবার বৈঠক হয়েছিল? তিনি কী নির্দেশ দিতেন? বিশেষ সুবিধা দেওয়ার জন্য, নির্দিষ্ট কোনও চাকরিপ্রার্থীদের তালিকা পাঠানো হয়েছিল কি না। OMR শিট মূল্যায়নের ক্ষেত্রে কেউ কোনও প্রভাব খাটাতেন? ফোন বা মেসেজের মাধ্যমে বিশেষ কোনও বার্তা দেওয়া হত কি না। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram