Suvendu Adhikary: 'জরুরি পরিষেবা ছাড়া তালা-চাবি লাগান' ডিএ ইস্যুতে হুঙ্কার শুভেন্দুর | ABP Ananda LIVE
Continues below advertisement
ডিএ (DA Agitation) নিয়ে এবার সরকারি অফিসে 'তালা-চাবি' দাওয়াই শুভেন্দুর (Suvendu Adhikari)। 'ডিএ সম্পূর্ণ রাজ্য সরকারের, তার রাজস্ব আদায় থেকে দিতে হয়। একমাত্র ওষুধ হচ্ছে অফিসগুলোতে তালা-চাবি লাগানো। জরুরি পরিষেবা (Emergency Services) ছাড়া তালা-চাবি লাগান। যতক্ষণ না ডিএ দিচ্ছে, আটকে রাখুন, জব্দ হবে। এখন আংশিক করছেন, আগামীদিনে সম্পূর্ণ বন্ধ করে দিন, আমাদের (BJP) সমর্থন আছে', বিধানসভা চত্বরে (West Bengal Assembly) ডিএ ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি থেকে হুঙ্কার শুভেন্দুর।
Continues below advertisement