Panchayat Election 2023: 'পঞ্চায়েতকে চোরমুক্ত করাই বিজেপির অঙ্গীকার', পটাশপুরের সভা থেকে শুভেন্দু
বাংলার রাজনীতিতে ফের ফিরল 'ডেডলাইন'। বুধবার পটাশপুরের সভা থেকে এবার মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারকে ৩ মাসের 'ডেডলাইন' দিলেন শুভেন্দু অধিকারী। এদিন সভায় বক্তব্য় রাখতে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, '৩ মাসের মধ্যে বিদায় দেব চোরেদের সরকারকে। লোকসভা ভোটে রাজ্যে বিজেপির আসন ১৮ থেকে ৩৬ করব।' বিরোধী দলনেতার দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ নেই। পঞ্চায়েতকে চোরমুক্ত করাই বিজেপির অঙ্গীকার।' কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া নিয়ে বারবার উত্তপ্ত হয়েছে কেন্দ্র-রাজ্য সম্পর্ক। সেই নিয়ে এদিন মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 'আমরা টাকা আটকাইনি, চুরি আটকেছি। মানুষকে প্রকল্পের টাকা না দিয়ে টাকা চুরি করেছে তৃণমূল (TMC) কংগ্রেস। চায়ের দোকান, সাইকেলের দোকান ছিল সেই সুশান্ত এখন ২০০ কোটি টাকার মালিক। আবাস থেকে শৌচালয়ের টাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল আমলে সর্বস্তরে দুর্নীতি। আর বেশি দিন বাকি নেই তৃণমূল কংগ্রেসের সরকারের।'