Suvendu Adhikari: 'রাজনীতির কথা বললেই প্রতিক্রিয়া দেব', বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে নিয়ে বললেন শুভেন্দু
ABP Ananda LIVE: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) বলেছেন তাঁর পদ থেকে ইস্তফা দেবেন। তারপর রাজনীতির ময়দানে নামতে পারেন (justice abhijit ganguly on resignation) বলেও জানিয়েছেন। বারবার তাঁর সুখ্যাতি করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Jusctice Abhijit Ganguly) কী বললেন? শুভেন্দু অধিকারী এদিন বলেন, 'রাজনীতির কথা বললেই প্রতিক্রিয়া দেব। ৪৮ ঘণ্টা অপেক্ষা করলে ক্ষতি নেই। ওঁর ইস্তফা গৃহীত হলে তবেই আমি প্রতিক্রিয়া দেব।'
Tags :
SUVENDU ADHIKARI Justice Abhijit Ganguly News Justice Abhijit Ganguly Latest News Justice Abhijit Ganguly Resign