Suvendu Adhikari: '৬ মাসের জন্য হাজার হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে রাজ্য সরকার,' শুভেন্দু

Continues below advertisement

'৬ মাসের জন্য হাজার হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে রাজ্য সরকার,' ট্যুইট শুভেন্দুর

এবার অধীর-গড়ে শুরু হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। মুর্শিদাবাদের রেজিনগর থেকে পদযাত্রায় অংশ নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী-সহ জেলা নেতৃত্ব। রেজিনগর এলাকার বিভিন্ন এলাকা পরিক্রমা করবে এই মিছিল। প্রায় ২৩ কিলোমিটার হেঁটে সন্ধেয় সাটুই বাজারে জনসভা করবেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদে ৮ দিন ধরে চলবে ভারত জোড়ো যাত্রা। ১৫ জানুয়ারি ফারাক্কাতে শেষ হবে।

ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গাঁধীর ভূয়সী প্রশংসা শত্রুঘ্ন সিনহার। 'ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক'। লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রার সঙ্গে ভারত জোড়ো যাত্রার তুলনা।প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের যাত্রার সঙ্গে রাহুল গাঁধীর ভারত জোড়ো যাত্রার তুলনাও। ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গাঁধীর প্রশংসা আসানসোলের তৃণমূল সাংসদের।

কাঁথির রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলায় কাঁথি থানার আইসি-কে তলব। সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে হাজির কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস। এর আগে অভিযোগকারিণী কাকলি পণ্ডার বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা।কাঁথির রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram