Jadavpur University: যাদবপুরকাণ্ডের জের, মিনার্ভা রেপার্টরি ছাড়লেন নাট্যকর্মী স্বাগতা চক্রবর্তী | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: যাদবপুরকাণ্ডের জের, মিনার্ভা রেপার্টরি ছাড়লেন নাট্যকর্মী স্বাগতা চক্রবর্তী । 'যাদবপুরের ঘটনা পরে ব্রাত্য বসুর অধীনে শিল্পী হিসেবে যুক্ত থাকা সম্ভব নয়' । মিনার্ভার নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের সচিবকে ইস্তফা পত্রে লিখলেন অভিনেত্রী । ব্রাত্য বসু মিনার্ভা রেপার্টারির চেয়ারম্যান । স্বাগতাকে শুভেচ্ছা, ভালো কাজ করো, বড় হও, প্রতিক্রিয়া ব্রাত্য বসুর

যাদবপুরকাণ্ডে এবার সৌগত রায়ের নিশানায় পুলিশও। ব্রাত্য বসুকে কেন বাঁচাতে পারল না পুলিশ, তা দেখা দরকার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। আক্রমণ করেছেন বামেদেরও। SFI যত বাড়াবাড়ি করবে, তত ওদের পার্টি অফিস বন্ধ করা হবে, কার্যত হুঁশিয়ারি দিয়েছেন সৌগত রায়।

নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম রয়েছে বিজেপি নেতা অরুণ হাজরার। আদালতে বিস্ফোরক নথি পেশ করে CBI-এর দাবি, ২০২২ সালে অরুণ হাজরার নিজের হাতে লেখা চুক্তিপত্র রয়েছে। যেখানে উল্লেখ, বিভিন্ন পদে নিয়োগের জন্য সুজয়কৃষ্ণ ভদ্রকে তিনি ৭৮ কোটি টাকা দিয়েছিলেন। এর মধ্যে ৪৫ কোটি টাকার কাজ করে ফেরত দিয়েছেন সুজয়কৃষ্ণ

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola