Swar Gorom (Seg-1): তুলে নিয়ে গিয়ে জমি লিখিয়ে নিয়েছে, পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ গ্রামবাসীর; ক্ষোভের পাহাড় সন্দেশখালিতে
কতটা কান পাতলে পরে কান্না শোনা যাবে? আর কত চোখের জল, আর কত অভিযোগের পর তবে বলা হবে এসব সাজানো ঘটনা নয়, সত্যি। পরিকল্পিত ষড়যন্ত্র নয়, বাস্তব। টাকা নয়, বিচার চাইছে সন্দেশখালি। ৫১ দিন পার, কবে গ্রেফতার শেখ শাহজাহান। ক্ষোভ সামলাতে ইডির কোর্টে বল ঠেললেন মন্ত্রী। জমি দখল করে আস্ত একটা মার্কেট! l তুলে নিয়ে গিয়ে জমি লিখিয়ে নিয়েছে। পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ গ্রামবাসীর। ক্ষোভের পাহাড়, নালিশের বন্যা। আর কবে ব্যবস্থা।